লালমনিরহাটে জ্বর-সর্দি-কাশি নিয়ে একজনের মৃত্যু
লালমনিরহাটে জ্বর, সর্দি ও কাশিসহ অন্যন্য জটিলতায় ৫৮ বছর বয়সী একজন মারা গেছেন। আজ রবিবার সকালে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
লালমনিরহাটের জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, করোনার উপসর্গ না থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়নি।
মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। এ ছাড়া ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি। আজ সকালে তার অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Comments