পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
পটুয়াখালীতে বজ্রপাতে পৃথক স্থানে চার জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন আরও একজন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিন জন হলেন— পটুয়াখালী সদর উপজেলার খলিসাখালী গ্রামের মৃত আজাহার তালুকদারের ছেলে রিকশাচালক জাহাঙ্গীর তালুকদার (৩৮), গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া গ্রামের মাদ্রাসাছাত্র জোবায়ের ইসলাম (১৬), একই উপজেলার চরবিশ্বাস গ্রামের আনসার হাওলাদারের মেয়ে তানজিলা (১২) ও মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামের কৃষক হাবিব হাওলাদার (৫২)। এ ছাড়া, আহত হয়েছেন হাবিব হাওলাদারের ছেলে তারেক হাওলাদার (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর তার বৃদ্ধা মাকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করেত যায়। সে সময় প্রচণ্ড বেগে ঝড় বইতে থাকে, সঙ্গে বজ্রপাতও হয়। এরইমধ্যে তার মা গোসল শেষে বাড়িতে ফিরে যায়। জাহাঙ্গীর ফেরার সময় পুকুর পাড়ে বজ্রপাতের আঘাতে আহত হয়। স্থানীয়রা জাহাঙ্গীরকে পটুয়াখালী শহরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া গ্রামের মাদ্রাসাছাত্র জোবায়ের ঝড়ের সময় বাড়ির পাশে তরমুজ খেতে যাওয়ার সময় বজ্রপাতে প্রাণ হারায়। একই উপজেলার চরবিশ্বাস গ্রামের কিশোরী তানজিলা বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।
গলাচিপা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
মির্জাগঞ্জের বাজিতা গ্রামের কৃষক হাবিব হাওলাদার তার ছেলে তারেককে নিয়ে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। পথিমধ্যে বজ্রপাতের আঘাতে আহত হয়ে তিনি মারা যান। সে সময় তার ছেলে তারেক আহত হয়। তারেককে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
Comments