কুলখানি অনুষ্ঠানের আয়োজন করায় জরিমানা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করে কুলখানি অনুষ্ঠানের আয়োজন করায় নজির হোসেন নামে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকালে উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন এ তথ্য জানিয়েছেন।
নজির হোসেনের বাড়ি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামে। গত ১ এপ্রিল তার স্ত্রী হালিমা বেগম মারা যান। তার বয়স হয়েছিল ৫০ বছর।
সোহেল সুলতান জুলকার নাইন বলেন, ‘নজির হোসেন তার স্ত্রীর কুলখানি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে গ্রামের দুই শতাধিক মানুষকে দাওয়াত করেন। বিষয়টি জানার পরে রোববার রাতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
Comments