প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে তাবলিগ জামাতের মুসল্লিসহ ৫৭ জন
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করার পরে ৫৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তারা শেরপুর থেকে তাবলিগ জামাত শেষে মানিকগঞ্জে ফিরছিলেন।
আজ সোমবার সকালে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাবলিগ জামাতের এক মুসল্লি করেনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সিংগাইর পৌর এলাকা লকডাউন করা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে ওই এলাকার বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। ভোররাত তাবলিগ জামাতের ৫৪ জন মুসল্লিসহ মোট ৫৭ জন দুটি পিকআপ ভ্যানে সিংগাইরে ফিরছিলেন। সে সময় চেকপোষ্টে আটক করে পুলিশ।
মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, করোনা সর্তকতার অংশ হিসেবে তাদের মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা ইনস্টিটিউটে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। স্বাস্থ্য বিভাগ তাদের পর্যবেক্ষণ করবে।
Comments