করোনাভাইরাস বিস্তার রোধে ঘরেই ইবাদত: ধর্ম মন্ত্রণালয়
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুসুল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। আজ ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদের সংশ্লিষ্ট ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া বাইরের কেউ মসজিদে জামাতে অংশ নিবেন না।
হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বীদেরও উপাসনালয়ে সমবেত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্মীয় আচরণ ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখার নির্দেশের ব্যাখ্যায় ধর্ম মন্ত্রণালয় বলেছে, বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে জনসমাগমের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটেছে। আমাদের পাশ্ববর্তী দেশগুলোতেও এ ধরনের বিস্তার ও প্রাণহানির ঘটনার উদাহরণ রয়েছে। ইতিমধ্যে মুসলিম ধর্মীয় নেতাদের অভিমতের ভিত্তিতে পবিত্র মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারাসহ বিশ্বের প্রায় সব দেশের মসজিদে মুসল্লিদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞরা এ রোগের সংক্রমণ নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে সব ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বসাধারণের যাতায়াত বন্ধ রাখার জোর পরামর্শ দিয়েছেন।
দিনের পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে মসজিদে সর্বোচ্চ পাঁচ জন এবং শুক্রবার জুম্মার নামাজে অনধিক ১০ জনে জামাত সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।
Comments