ত্রাণের দাবিতে সিলেটে গ্রামবাসীর বিক্ষোভ

ছবি স্টার

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে খাদ্য সংকটে পড়ে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন সিলেটের ইসলামপুর পোড়াবাড়ি গ্রামের বাসিন্দারা।

আজ সোমবার স্থানীয় একটি মসজিদের পাশে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এলাকার বাসিন্দা ও দিনমজুর আব্দুল গফুর বলেন, ‘১২ দিন ধরে কাজ নেই, সরকারি সাহায্য পাচ্ছি না। যা টাকা জমা ছিলো সব শেষ। গত দুইদিন ধরে অবস্থা খুব খারাপ হওয়ায় আজ রাস্তায় নেমেছি।’

গৃহিণী জুহেরা বিবি বলেন, ‘আমরা সবাই গৃহবন্দী হয়ে আছে। কাজকর্ম নেই, খাবার নেই, চেয়ারম্যান-মেম্বার থেকে কোনো সাহায্য নেই। এখন আমাদের করণীয় কী তাও জানি না।’

ইউনিয়নের সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ‘গ্রামের অন্তত ছয়শ মানুষের সাহায্য প্রয়োজন। আমরা প্রশাসনের কাছে ৫৭৬ জনের তালিকাও দিয়েছিলাম। কিন্তু, সরকারি বরাদ্দ থেকে পুরো ইউনিয়নে ত্রাণ এসেছে মাত্র দুই টন চাল। আমার ওয়ার্ডেই আছে ১৩টি গ্রাম, যার মধ্যে ২২টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া সম্ভব হয়েছে।’

খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘গ্রামবাসীর বিক্ষোভের কথা আমি শুনেছি। কিন্তু আমার কী করার আছে? পুরো ইউনিয়নের জন্য মাত্র দুই টন চাল এসেছে। এই পরিমাণ চাল দিয়ে সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব না। সরকারি বরাদ্দ না আসলে কিছুই করতে পারছি না।’

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘এখন পর্যন্ত তিন ধাপে জেলায় এবং মহানগরীতে মোট ৯২১ টন চাল এবং ৩১ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। নতুন করে আরও বরাদ্দ পাওয়া গেছে। সেগুলো পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী সবাইকে দেওয়া হবে।’  

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago