বেতন কম নেবেন ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-সংসদ সদস্যরা
করোনাভাইরাসের অর্থনৈতিক ধাক্কা সামলে উঠতে ৩০ শতাংশ বেতন কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা। এতে যে অর্থ সাশ্রয় হবে তা স্বাস্থ্যসেবা ও ভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবহার করা হবে।
এনডিটিভি জানায়, আজ সোমবার দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও অন্যান্য রাজ্যপালরা তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নেন। একই ভাবে সংসদ সদস্যরাও তাদের বেতন ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেন। ওই অর্থ চলে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে। একই উদ্দেশ্যে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ তহবিল থেকে ৭,৯০০ কোটি টাকা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
বিজেপি কর্মীদের উদ্দেশে নরেন্দ্র মোদি আজ ভাষণ দিয়েছেন। তিনি সবাইকে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পর্যন্ত মারা গেছে ১০৯ জন।
Comments