সিলেটে কাল থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে কাল মঙ্গলবার সকাল থেকে করোনা পরীক্ষা শুরু হচ্ছে।
হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগের কাছ থেকে নমুনা পাওয়ার পর সকাল থেকেই কার্যক্রম শুরু হবে।
গত ৩০ মার্চ করোনাভাইরাস শনাক্তের জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) মেশিন হাসপাতালে এসে পৌঁছায়। হাসপাতালের অণুজীববিদ্যা ও ভাইরোলজি ল্যাবরেটরিতে তা স্থাপন করা হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমান বলেন, প্রতি চার ঘণ্টায় ল্যাবরেটরিতে ৯৪টি নমুনা পরীক্ষা সম্ভব। দিনে দুইবার এ পরীক্ষা করা হবে।
তিনি বলেন, আজ এখানকার কোনো নমুনা আইইডিসিআরে পাঠানো হয়নি। এখানকার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন থেকে এখানেই করোনা নমুনা পরীক্ষা করা হবে।
Comments