নৈশভোজে যোগ দিয়ে করোনাক্রান্ত জাপানের ১৮ ইন্টার্ন ডাক্তার

বারবার নিষেধ করা সত্ত্বেও কথা শুনেননি জাপানের রাজধানী টোকিওর একটি হাসপাতালের ৪০ ইন্টার্ন ডাক্তার। সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধকে বুড়ো আঙুল দেখিয়ে এই ডাক্তাররা আয়োজন করেছিলেন নৈশভোজের।
Keio University Hospital
টোকিওর কিইও বিশ্ববিদ্যালয় হাসপাতাল। ছবি: সংগৃহীত

বারবার নিষেধ করা সত্ত্বেও কথা শুনেননি জাপানের রাজধানী টোকিওর একটি হাসপাতালের ৪০ ইন্টার্ন ডাক্তার। সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধকে বুড়ো আঙুল দেখিয়ে এই ডাক্তাররা আয়োজন করেছিলেন নৈশভোজের।

ফলাফল: ১৮ ইন্টার্ন ডাক্তার করোনাক্রান্ত।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার জাপান টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিইও বিশ্ববিদ্যালয় হাসপাতালের এক ইন্টার্ন ডাক্তার করোনাক্রান্ত হন গত ৩১ মার্চ। এরপর একে একে আরও ১৭ জনের করোনা ধরা পড়ে। তাদের সংস্পর্শে আসা আরও ৯৯ জনকে রাখা হয়েছে কঠোর নজরদারিতে।

আক্রান্ত এই ১৮ ইন্টার্ন ডাক্তারের মধ্যে এমন কয়েকজন আছেন যারা সেই নৈশভোজ যোগ দেননি। তারা আক্রান্ত হয়েছেন তাদের সহকর্মীদের মাধ্যমে।

হাসপাতালের প্রধান ইয়ুকো কিতাগাওয়া এক বার্তায় বলেছেন, ‘যারা চিকিৎসাসেবা দিচ্ছে, রোগীদের রক্ষা করা যাদের দায়িত্ব, তাদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ সহ্য করার মতো নয়।’

সেই হাসপাতালের ৯৯ ইন্টার্ন ডাক্তারকে দুই সপ্তাহের জন্যে ঘরে থাকতে বলা হয়েছে। তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। তবে ইন্টার্ন ডাক্তাররা কবে নৈশভোজে অংশ নিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ তা জানায়নি।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

1h ago