ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে প্রবাসীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়া ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. অভিজিৎ রায় বলেন, ‘গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পরেই তার বাবা ছাড়া অন্য স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান। রাত সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই ব্যক্তির গ্রামে গিয়ে মরদেহ দাফন করেন।’
নিহতের বাবা জানান, গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেই কোয়ারেন্টিনে ছিলেন তিনি। ১ এপ্রিল কোয়ারেন্টিন শেষ হলে শ্বশুরবাড়িতে যান। সেখানে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে রক্ত পরীক্ষায় টাইফয়েড ধরা পড়ে।
ডা. অভিজিৎ বলেন, ‘ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।’
Comments