করোনা চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ দল আনার চিন্তা করছে সরকার

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য চীনা প্রযুক্তি বিশেষজ্ঞ দল আনতে চাইছে সরকার।
Foriegn Ministers-1.jpg
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: রয়টার্স ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য চীনা প্রযুক্তি বিশেষজ্ঞ দল আনতে চাইছে সরকার।

গতকাল সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ৪৫ মিনিটের টেলিফোন আলাপে এমন প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ বুধবার এ কথা জানানো হয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে করোনা রোগীদের চিকিৎসায় ও বাংলাদেশি চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণ দিতে চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদ সমন্বিত চীনা বিশেষজ্ঞ দল আনার সম্ভাবনা নিয়ে কথা বলেন এ কে আব্দুল মোমেন।

একইসঙ্গে বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই জটিল পরিস্থিতিতে চীন থেকে ভেন্টিলেটর আমদানির বিষয়েও আলোচনা করেন তারা।

এসময় চীনা পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের প্রতি পূর্ণ সহায়তার আশ্বাস ব্যক্ত করেছেন বলে বিবৃতিতে জানানো হয়।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

15m ago