শ্রমিকদের ছাঁটাই করবেন না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ফটো

সরকার ঘোষিত সাধারণ ছুটি তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এ অবস্থায় বিভিন্ন কারখানায় শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে , এমন প্রেক্ষাপটে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শ্রমিকদের ছাঁটাই না করার আহ্বান জানিয়েছেন।

চাকরি সুরক্ষার পাশাপাশি, কারখানা মালিকদের শ্রমিকদের খোঁজ-খবর নেওয়ার কথাও বলেছেন তিনি।

আজ বুধবার কারখানা মালিকদের প্রতি বাণিজ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে কারাখানা বন্ধ থাকলেও শ্রমিকদের যেন কাজ থেকে  ছাঁটাই না করা হয়।

সেইসঙ্গে মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের দিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Comments