করোনাভাইরাস

মুম্বাই-দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক

ভারতের মুম্বাই ও দিল্লির বাসিন্দাদের জন্য ঘর থেকে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিল্লিতে চলছে লকডাউন। এর মধ্যে একজন মাস্ক পরে বন্ধ দোকানের সামনে বসে আছেন। ছবি: এএফপি

ভারতের মুম্বাই ও দিল্লির বাসিন্দাদের জন্য ঘর থেকে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

প্রতিবেদনে বলা হয়, গতকাল দেওয়া এক যৌথ ঘোষণায় দেশটির দুই বৃহৎ শহরে এ নির্দেশনা দেওয়া হয়।

টুইট বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ফেস মাস্ক করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যথেষ্ট কার্যকর। তাই যারাই ঘর থেকে বের হবেন, তাদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে কাপড়ের মাস্কও গ্রহণযোগ্য।

মহারাষ্ট্র সরকার ঘোষণা দিয়েছে, মুম্বাই শহরের সবাইকে তিন স্তরবিশিষ্ট মাস্ক অথবা কাপড়ের মাস্ক পরতে হবে। যারা এই নির্দেশ ভঙ্গ করবেন, স্থানীয় পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ১৭৮ জন।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গেছেন ৮৮ হাজার ৫৩৮ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৪ হাজার ৮১১ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৮৭৬ জন।

আরও পড়ুন:

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১৫ লাখ

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

10h ago