করোনা নিয়ে রাজনীতি ‘আগুন নিয়ে খেলা’
নতুন করোনাভাইরাস ‘কোভিড-১৯’ যখন দেশে দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, এমনকী, বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রকেও কাবু করে ফেলছে, সেই মুহূর্তে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থ দেওয়া বন্ধ হতে পারে বলে।
এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেদ্রোস আদহানম যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, ‘করোনা নিয়ে রাজনীতি করলে ফলাফল মারাত্মক হতে পারে।’
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আদহামন সাংবাদিক সম্মেলনে আরও বলেছেন, ‘করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করা থেকে দূরে থাকুন। দল-মত ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে থাকুন।’
করোনা নিয়ে রাজনীতি করলে তা ‘আগুন নিয়ে খেলার সমান’ হবে বলেও মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।
তার মতে, ‘যেখানে সামান্য ফাঁক থাকবে সেখান দিয়েই ভাইরাস ঢুকে আমাদের এই যুদ্ধে হারিয়ে দিতে পারে। একটি দেশের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা যতই ভালো হোক না কেন, জাতীয় ঐক্য ছাড়া, গোটা বিশ্বের ঐক্য ছাড়া এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন হবে।’
‘দয়া করে এই ভাইরাসটিকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করবেন না,’ যোগ করেন তিনি।
এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চীনের পক্ষ নেওয়ার অভিযোগ আনেন ট্রাম্প। সংস্থাটির বিরুদ্ধে তহবিল বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি। তবে গত মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তহবিল বন্ধ করে দেওয়ার কথা বলিনি। বলেছি, আমরা এ বিষয়টি ভেবে দেখবো।’
এই বক্তব্যের খানিক পর তিনি আবার বলেন, ‘আমি বলছি না যে তহবিল বন্ধ করতে যাচ্ছি। আমরা তহবিলে অর্থ বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছি।’
Comments