কুমিল্লায় একই পরিবারের ২ শিশু করোনায় আক্রান্ত
কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামে একই পরিবারের দুই শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে, গত ৫ এপ্রিল তাদের দাদি মারা যান। ৭ এপ্রিল জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
আজ বৃহস্পতিবার কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুড়িচং উপজেলার দুই শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তাদের পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’
‘এর আগেই তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাদের দেখে এসেছেন। স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। ওই দুই শিশুর মায়ের তত্ত্বাবধানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে’, যোগ করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ী রাজধানীর খিলক্ষেতে পরিবার নিয়ে বাস করতেন। করোনা উপসর্গ নিয়ে তার মাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। গত ৫ এপ্রিল ওই ব্যবসায়ীর মা মারা যান। পরে ৭ এপ্রিল আইইডিসিআর জানায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এরপর ওই ব্যবসায়ী পরিবারের অন্য সদস্যদের নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়িয়ে চলে যান। পরবর্তীকালে পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এদের মধ্যে ওই দুই শিশুর পরীক্ষার ফল পজিটিভ আসে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, ‘আমরা জিয়াপুর গ্রাম লকডাউন করে দিয়েছি। এর আগে, শুধু একটি পরিবার লকডাউন করা হয়েছিল। স্থানীয় প্রশাসন ও পুলিশ মিলে লকডাউনের বিয়ষটি তদারকি করছে।’
Comments