করোনাভাইরাস: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত

ফাইল ছবি: এএফপি

বর্তমান পরিস্থিতি বিচারে এটা অনুমিত ছিল যে, স্থগিত হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। আগামী জুনে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল তাদের। শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল সিরিজটি। করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় আগামী জুনে আসছে না অসিরা। এক যৌথ বিবৃতিতে সফর স্থগিতের কথা জানিয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, দুই দেশের ক্রিকেট বোর্ড।

আগামী জুনে ঢাকা ও চট্টগ্রামে টেস্ট দুটি খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল আগেই। এ সফর যে হচ্ছে না সে ইঙ্গিত দিয়ে অসি অধিনায়ক টিম পেইন কয়েকদিন আগে বলেছিলেন, ‘অন্তত জুনে যে এ সফর হবে না, তা বুঝতে আইনস্টাইন হতে হয় না।’

পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার আপাতত সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে।

সিরিজের দুটি টেস্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাই স্বাভাবিকভাবে দুই দেশের জন্যই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। পরিস্থিতি ঠিক হলে ভবিষ্যতে সিরিজ আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছে দুই বোর্ড। এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচও স্থগিত হয়ে গেছে বাংলাদেশের।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হওয়ায় হতাশ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বলেছেন, ‘দুই দেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য এটা অবশ্যই হতাশাজনক। তবে কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় বিশ্বের যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় এনে বিসিবি এবং সিএ মনে করেছে, এটাই সবচেয়ে বাস্তবসম্মত ও বোধগম্য সিদ্ধান্ত। আশা করি, পরিস্থিতির শীঘ্রই উন্নতি হবে এবং নিকট ভবিষ্যতে উপযুক্ত সময়ে সিরিজটি আয়োজন করা হবে। সেদিক থেকে বিসিবি ও সিএ একসঙ্গে কাজ করে যাবে। আমাদের মধ্যে সহযোগিতা ও সহায়তার ইতিহাস আছে।’

আর সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত মেনে নেওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে সিএ’র নির্বাহী কেভিন রবার্টস বলেছেন, ‘এ সফর স্থগিত করা দুঃখজনক। তবে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাদের সরাসরি এবং দায়িত্ববোধসম্পন্ন আলোচনার জন্য ধন্যবাদ জানাই। এর মাধ্যমে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমরা এমন অবস্থানে আসতে পেরেছি। দুই বোর্ডের জন্যই আমাদের মানুষের স্বাস্থ্যগত ব্যাপারটা সবার আগে এবং সিরিজ স্থগিত করার সিদ্ধান্তের মাধ্যমেই এটাই প্রতিফলিত হয়েছে। আমরা জানি, ক্রিকেট সূচি বেশ ঠাসা থাকে। তবে বিসিবিকে দেওয়া কথা রাখতে আমরা সবকিছুই করব।’

Comments

The Daily Star  | English

Complete polls preparations by December: Yunus

Asks to review if those who served as polling officers in past three elections shall not be assigned the same roles again

2h ago