ত্রাণের দাবিতে নারায়ণগঞ্জে ৩০ পরিবারের বিক্ষোভ

কাজ হারানো ৩০টি পরিবারের সদস্যরা খাদ্য সহায়তার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে পাঠানটুলি ও আইলপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্বাসে তারা বাড়ি ফিরেছেন।
বিক্ষোভকারীরা জানান, সাধারণ ছুটির প্রথম দিন থেকেই তারা কর্মহীন। তাদের বেশিরভাগ রিকশা চালক ও দিনমজুর। বিভিন্ন এলাকায় ত্রাণ দেওয়ার কথা শুনে থাকলেও তারা নিজেরা কিছু পাননি। নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা না হওয়ায় তারা এখানে ত্রাণ পাবেন না এমন গুজব নিয়েও শঙ্কা রয়েছে তাদের মধ্যে।
এ ব্যাপারে জেলা প্রশাসকের অফিসে যোগাযোগ করলে তাদের সদর উপজেলা পরিষদের যোগাযোগ করতে বলা হয়। সদর উপজেলা পরিষদের সামনে ত্রাণের দাবিতে দুপুর থেকে বিক্ষোভ শুরু করেন তারা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তালিকা অনুযায়ী ত্রাণ কার্যক্রম চলছে। যারাই আমাদের জানিয়েছে তাদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু তালিকা থেকে বাদ পড়া পরিবারগুলোর কেউ আমাদের কিছু জানায়নি। ত্রাণের প্রয়োজনীয়তার কথা না জানিয়েই তারা বিক্ষোভ শুরু করেছেন। তারা নিজেদের ঝুঁকির মধ্যে ফেলেছেন। ত্রাণের ব্যাপারে আশ্বস্ত করে তাদের বাড়ি পাঠানো হয়েছে।
জাতীয় পরিচয়পত্র নারায়ণগঞ্জের না হলে ত্রাণ পাবে না, আন্দোলনকারীদের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যারা নারায়ণগঞ্জে আছেন কিংবা বসবাস করছে সবাই ত্রাণ পাবেন। এজন্য এনআইডির প্রয়োজন নেই। যারাই খাদ্য সহায়তা চাইবে তাদের বাড়িতে পৌঁছে যাবে। এর জন্য ঘর থেকে বের হতে হবে না। আমাদের ফোনে জানালে আমরাই পৌঁছে দিচ্ছি।
Comments