মানুষের ঘরে পণ্য পৌঁছে দেবে ‘নিত্য সদাই অনলাইন শপিং’

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের সখীপুর উপজলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে অনলাইন শপিং সার্ভিস ‘নিত্য সদাই অনলাইন শপিং’।
গতকাল বুধবার থেকে এ কার্যক্রম শুরু করে সখীপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উপজেলা প্রশাসনের নিজস্ব তহবিলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে রাখবে। প্রাথমিকভাবে চাল-ডাল, তেল, লবণ, আটা এসব মুদিসামগ্রী সরবরাহ করা হবে। তবে, মানুষ চাইলে ফার্মেসি থেকে ওষুধও সংগ্রহ করে দেওয়া হবে।’
‘এই কার্যক্রম বাস্তবায়নে করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া স্থানীয় শ্রমিজীবিদের সহযোগিতা নেওয়া হচ্ছে। আপাতত পাঁচ জন ডেলিভারিম্যান নিয়োগ দেওয়া হয়েছে,’ যোগ করেন তিনি।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবাহান বলেন, ‘এমন উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নে কর্মহীন শ্রমজীবি মানুষকে কাজে লাগানোয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ।’
Comments