খালেদা জিয়া এখন সেল্ফ আইসোলেশনে থাকবেন: ফখরুল

fakhrul_islam_alamgir_2_0_1_1.jpg
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

কারাগার থেকে ছয় মাসের জন্য মুক্তি পাওয়ার পর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করলেও দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেল্ফ আইসোলেশনে থাকবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘দেশ এখন কার্যত লকডাউনের আওতায় রয়েছে। এ পরিস্থিতিতে, শতভাগ সুরক্ষার জন্য তাকে (খালেদা জিয়া) কোয়ারেন্টিনে থাকতে হবে। তিনি সেখানে নিরাপদে থাকবেন।’

‘দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খালেদা জিয়া তার গুলশানের বাসভবনে কোয়ারেন্টাইনে থাকবেন। পরে আমরা তার চিকিৎসা ও অন্যান্য সমস্যা সম্পর্কিত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব’, যোগ করেন তিনি।

বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে চওয়া হলে ফখরুল বলেন, ‘খালেদা এখনও খুবই অসুস্থ এবং তার অবস্থার তেমন উন্নতি হয়নি। আমাদের অন্যতম প্রধান দাবি ছিল চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো। দুর্ভাগ্যক্রমে সরকার সে অনুমতি দেয়নি।’

‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে পারছেন না। তবে তার ব্যক্তিগত চিকিৎসকরা যতটা সম্ভব তাকে চিকিৎসা দিচ্ছেন। আমরা আশা করি, এই চিকিৎসায় তিনি ভালো থাকবেন’, যোগ করেন ফখরুল।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের ১৪ দিনের কোয়ারেন্টিন আজ শেষে হয়েছে। তবে তিনি সেল্ফ আইসোলেশনে থাকায়, আত্মীয়-স্বজনরা এখন সামাজিক দূরত্ব বজায় রেখে তার সঙ্গে দেখা করতে পারবেন।’

উল্লেখ্য, গত ২৫ মার্চ প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।

Comments

The Daily Star  | English

Dhaka city running short of buses

Dhaka city is experiencing a significant shortage of buses and minibuses, the primary modes of public transport in the capital, causing daily hardship to commuters.

12h ago