ব্যাংকে করোনা রোগী: চট্টগ্রামের ব্যাংক এশিয়ার এক শাখার কার্যক্রম স্থগিত
চট্টগ্রামে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখায় করোনা শনাক্ত হওয়া গার্মেন্টস কর্মকর্তা লেনদেন করায় ব্যাংকের ওই শাখার কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
গতকাল বুধবার ওই ব্যক্তির করোনা শনাক্তের পর আজ বৃহস্পতিবার বিকেলে এ নির্দেশনা আসে।
বুধবার নগরীর করোনা শনাক্ত হওয়া তিনজনের একজন হচ্ছেন ভার্টেক্স গ্রুপের সাগরিকা এলাকার কারখানায় সহকারি বাণিজ্যিক কর্মকর্তা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনে দ্য ডেইলি স্টারকে বলেন, ওই গার্মেন্টস কর্মকর্তা লেনদেন করতে গত মঙ্গলবার ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখায় গিয়েছিলেন।
আমরা খবর পেয়ে ব্যাংক এশিয়ার ওই শাখায় সকল কার্যক্রম স্থগিতের নির্দেশনা দিয়েছি যাতে ওখান থেকে আর কেউ আক্রান্ত না হয় এবং ওই শাখার কর্মকর্তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছি।
ওই গার্মেন্টস কর্মকর্তার পাঁচ সহকর্মীকেও হোম কোয়ারেন্টিনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Comments