চাঁদপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
চাঁদপুরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক জনকে শনাক্ত করা হয়েছে। গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তিনি। নমুনা পরীক্ষার পরে গতকাল রাতে তার করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
আজ শুক্রবার চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য রক্তসহ নমুনা দেওয়ার পরে গতকাল রাতে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এই এলাকার কিছু পরিবার ও আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই ওই বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনসহ এই এলাকা লকডাউন করা প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জ থেকে গত ৪-৫ দিনে নৌপথে প্রায় ৭০০ মানুষ চাঁদপুরে প্রবেশ করেছে। কিন্তু স্থানীয় প্রশাসন মতলব উত্তর উপজেলাকে লকডাউন ঘোষণা করেনি।
চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুর জেলা প্রশাসন নারায়ণগঞ্জ থেকে ৫৯৪ জনের বিষয়ে নিশ্চিত হয়েছে। এদের মধ্যে ১৭৬ জন হোম কোয়ারেন্টিনে আছেন।
এদিকে, গতকাল সন্ধ্যা ৭টা থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
আরও পড়ুন:
সন্ধ্যা থেকে চাঁদপুর লকডাউন
Comments