আজ বিকাল থেকে লকডাউন গাইবান্ধা

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আজ বিকাল পাঁচটা থেকে গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মতিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘করোনার সংক্রমণ প্রতিরোধে সকালে জরুরি বৈঠক শেষে জেলা সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জেলা প্রশাসনের এক জনবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ থেকে অন্য জেলার মানুষ গাইবান্ধায় প্রবেশ করতে পারবে না। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত কেউ এই জেলা থেকে রাস্তা বা নদী পথে প্রবেশ বা বের হতে পারবে না। আন্তজেলা যোগাযোগের ক্ষেত্রেও একই কার্যকর আদেশ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, সমাবেশ, জনপরিবহন ও মানুষের চলাচলও সীমাবদ্ধ থাকবে।
কিন্তু, জরুরি সেবা, খাদ্য সরবরাহ এবং চিকিত্সাসেবা লকডাউনের আওতার বাইরে থাকবে।
গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের আদেশ কার্যকর করতে বিকাল ৫ টা থেকে আমরা কাজ শুরু করব।’
Comments