সাধারণ ছুটি বাড়তে পারে ২৫ এপ্রিল পর্যন্ত

Ministry of Public Administration logo-1.jpg

সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সরকার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মার্চ ২৬ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে। তারপর তা প্রথমে ১১ এপ্রিল ও পরে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

এরপর, সাধারণ ছুটি আরও নয়দিন বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যুক্ত হতে পারে সাপ্তাহিক ছুটি ২৪ ও ২৫ এপ্রিল।

সব মিলিয়ে সাধারণ ছুটি বাড়তে পারে ২৫ এপ্রিল পর্যন্ত।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago