শিবচরে করোনা থেকে সুস্থ হয়ে আবারো আক্রান্ত ৩, নতুন আক্রান্ত ২

মাদারীপুরের শিবচর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা একই পরিবারের তিন জনের আবারো করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মাদারীপুরের শিবচর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা একই পরিবারের তিন জনের আবারো করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়াও, নতুন করে আক্রান্ত হয়েছেন দুই নারী।

আজ শুক্রবার তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে।

মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা তিন জনের আবারো করোনাভাইরাস শনাক্ত হওয়ায় একই পরিবারের চারজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

দ্বিতীয়বার আক্রান্ত তিন জন হচ্ছেন— ইতালিফেরত একজনের স্ত্রী ও দুই সন্তান। ওই ইতালিফেরতও ভর্তি আছেন আইসোলেশনে।

গত রাতে তাদের করোনা পরীক্ষার প্রতিবেদন আইইডিসিআর থেকে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছালে আজ তাদের শিবচর থেকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এছাড়া, শিবচরে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া দুই নারীর একজন পেশায় শিক্ষিকা ও অপরজন গৃহিনী।

গত ৭ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়। 

মাদারীপুর সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম জানান, স্বাস্থ্য বিভাগ ও আইইডিসিআরের প্রতিনিধি দল তাদের সংস্পর্শে যারা ছিলেন তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে।

Comments