গাজীপুরে মিল শ্রমিকের করোনা শনাক্ত, কারখানা লকডাউন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার ছোঁয়া অ্যাগ্রো ফিড লিমিটেড নামক একটি মিলের একজন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কারখানার অন্যান্যদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঠেকাতে কারখানাটি লকডাউন করে দেওয়া হয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছালাম সরকার আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইব্রাহীম (২৮) নামে আক্রান্ত ওই ব্যক্তি ঠাণ্ডা, জ্বর ও সর্দিতে ভুগছিলেন। গতকাল মাথাব্যথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ দুপুরে ওই শ্রমিকের করোনা পজিটিভের প্রতিবেদন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে কারখানাটি লকডাউন করা হয়েছে। কারখানাটিতে অন্তত এক শ শ্রমিক ভেতরে আবাসিক ব্যবস্থাপনায় থেকে কাজ করেন। তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে।
করোনা আক্রান্ত শ্রমিককে ঢাকার কুর্মিটোলায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
জানা যায়, গত ১১ মার্চ পর্যন্ত ওই কারখানায় ভিয়েতনামের একদল পরিদর্শক ১৫ দিনের মতো অবস্থান করেন।
Comments