কাল থেকে নোয়াখালী লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ভোর ৬টা থেকে নোয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।
আজ শুক্রবার বিকালে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সবার পরামর্শে নোয়াখালীকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’।
তন্ময় দাস জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য কোনো জেলার মানুষ সড়ক ও নৌপথে নোয়াখালীতে প্রবেশ কিংবা নোয়াখালী জেলা থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না। তবে, জরুরি সেবা, চিকিৎসাসেবায় নিয়োজিত যানবাহন, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পরিবহন কাজে নিয়োজিত যানবাহন লকডাউনের আওতায় থাকবে না।
জেলার সীমান্তবর্তী সব সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে বলেও জানান তিনি।
Comments