হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত
হবিগঞ্জে আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তি করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।
আজ শনিবার সকালে দ্য ডেইলি স্টারকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আক্রান্ত ব্যক্তি কয়েক দিন আগে নারায়াণগঞ্জ থেকে হবিগঞ্জ সদর উপজেলায় তার বাড়িতে আসেন। ফিরে এসে অসুস্থ বোধ করায় তিনি হাসপাতালে যোগাযোগ করেন। গত দুই দিন তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। আজ সকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসেছে।’
হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সূত্র জানিয়েছে, গতকাল ৯ জন ও গত পরশু ১৬ জন নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসেন। এদের মধ্যে ৬ জন নারী ও ১৯ জন পুরুষ। জেলা পুলিশ তাদের সবাইকে খুঁজে বের করে আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছে।
Comments