মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কর্মীরা দেরি করে গেলেও চাকরি হারাবে না: প্রতিমন্ত্রী

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের সংকটময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা বাংলাদেশিরা ছুটিতে বাড়িতে এসে আটকে পড়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দেরি করে সেখানে ফিরলেও তারা চাকরি হারাবে না বলে জানিয়েছে সরকার।
শাহরিয়ার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের সংকটময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা বাংলাদেশিরা ছুটিতে বাড়িতে এসে আটকে পড়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দেরি করে সেখানে ফিরলেও তারা চাকরি হারাবে না বলে জানিয়েছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকার তাদের ছুটির মেয়াদ বাড়াবে অথবা তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে।’

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা বাংলাদেশিদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (বাংলাদেশিরা) চাকরি হারাবেন না (দেরিতে যোগদানের জন্য)।’

তিনি জানান, ঢাকাস্থ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দূতাবাসগুলো এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দূতাবাস সংশ্লিষ্ট দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চাকরি সংক্রান্ত বিষয়াবলী নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যে কাজ করা অনেক বাংলাদেশি ছুটিতে দেশে ফেরার পর করোনাভাইরাস পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ হয়ে যায়। ফলে ছুটি শেষ হয়ে গেলেও তারা আর মধ্যপ্রাচ্যে নিজেদের কাজে যোগ দিতে পারছেন না।

এদিকে, ডিপোর্টেশন সেন্টারে থাকা অথবা বিভিন্ন কারণে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের কুয়েত সরকার ফেরত পাঠাতে চায় বলে সেখানকার বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা শুক্রবার রাতে জানিয়েছেন।

তবে প্রথম ব্যাচ কবে দেশে আসছে শনিবার (আজ) জানতে চাওয়া হলেও ওই কর্মকর্তা বলেন, তার এ ব্যাপারে জানা নেই।

গত বৃহস্পতিবারে কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) সেদেশে থাকা বাংলাদেশ ও ভারতের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে।

কুয়েতের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শনিবার থেকে শুরু হবে। তাদের ওপর কোনো জরিমানা না করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা যথাযথ প্রক্রিয়া শেষে ভবিষ্যতে কুয়েতে ফিরে আসতেও পারবেন।

Comments

The Daily Star  | English

‘Selling child for treatment tragic violation of rights’

NHRC takes suo motu cognizance of TDS report, vows to ensure rights of the family, asks Dinajpur DC to probe and submit report by Oct 15

29m ago