দুর্ভোগে থাকা ৫০০০ মানুষের সাহায্যার্থে এগিয়ে এলেন শচীন

নিজ দেশের পাঁচ হাজার মানুষকে এক মাস খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এই ক্রিকেট কিংবদন্তি।
sachin tendulkar
ছবি: এএফপি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বিশাল অঙ্কের আর্থিক অনুদান কয়েকদিন আগেই দিয়েছেন শচীন টেন্ডুলকার। তবে চলমান নিদারুণ সংকটের সময়ে নিজের এই অবদানকে যথেষ্ট মনে হয়নি ভারতীয় সাবেক ব্যাটসম্যানের কাছে। তাই তো আবারও অসহায় ও দরিদ্রদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। নিজ দেশের পাঁচ হাজার মানুষকে এক মাস খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এই ক্রিকেট কিংবদন্তি।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপনালয়’- এর মাধ্যমে খাদ্য সহায়তা দিচ্ছেন শচীন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সংস্থাটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা সাবেক তারকাকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ‘লকডাউনের সময় যারা সবচেয়ে বেশি দুর্ভোগে আছে, তাদের সহায়তার জন্য এগিয়ে আসায় ও আপনালয়ের পাশে দাঁড়ানোয় শচীন টেন্ডুলকারকে ধন্যবাদ। তিনি এক মাসের জন্য প্রায় পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিচ্ছেন।’

আন্তর্জাতিক অঙ্গনে একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টি সেঞ্চুরি করা টেন্ডুলকারও ‘আপনালয়’ নামের সংস্থাটিকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি টুইটের উত্তরে লিখেছেন, ‘পীড়িত ও অভাবী মানুষের সেবার কাজ অব্যাহত রাখায় আপনালয়কে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো কাজ চালিয়ে যাও তোমরা।’

উল্লেখ্য, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এর আগে ৫০ লাখ রুপি সহায়তা করেছেন শচীন। ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি করে অনুদান দিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago