সময়ের এক ফোঁড়, অসময়ের ১০ ফোঁড়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: অনলাইন থেকে নেওয়া

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ঘরে থাকুন, সুস্থ থাকুন, আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করান। নিজে বাঁচুন, প্রিয়জনকে বাঁচান এবং অন্যকে বাঁচান। সময়ের এক ফোঁড়, অসময়ের ১০ ফোঁড়— এ বিষয়টি আমাদের সকলকে মনে রাখতে হবে।’

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন করোনাভাইরাস বেশ কয়েকটি জায়গায় বিস্তার লাভ করেছে। তার মধ্যে সবাচেয়ে বেশি নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবোতে। আমাদের অন্যান্য জেলাতেও করোনা ছড়িয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি, নারায়ণগঞ্জ জেলা থেকে বেশ কিছু লোক অন্যান্য জেলায় চলে গিয়েছেন, সেখানে আক্রান্ত করেছেন। এ বিষয়টি উদ্বেগজনক। বিষয়টি আমাদের আরও কঠিনভাবে দেখতে হবে এবং বন্ধ করতে হবে।’

‘লোকজন এখনো ঘোরাফেরা করছে, অলি-গলিতে বেশি করে ঘোরাফেরা করছে। সকালে বাজারে লোকজনের উপস্থিতি অনেক বেশি হচ্ছে। তাতে আমরা মনে করি সংক্রমণের হার আরও বেড়ে যাবে। আপনাদেরকে বুঝতে হবে লকডাউন করা হয়েছে। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেগুলো মেনে চলতে হবে’, বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আপনারা ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাহান, কী ভয়াবহ চিত্র সেখানে বিরাজ করছে। আমরা জানি যদি লকডাউন ভালো করে কার্যকরী হয়, তাহলে করোনার সংক্রমণ কমবে। আমাদের এখন ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ করা হয়েছে। আশা করবো, এ কয়টা দিন আমরা যেনো কষ্ট করে বাড়িতে থাকি। এখন কষ্ট করলে আমরা তাড়াতাড়ি করোনার বিরুদ্ধে এই যুদ্ধে জয় লাভ করতে পারবো।’

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

34m ago