হবিগঞ্জে তাবলিগের ১৬ সদস্য কোয়ারেন্টিনে
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাবলিগ জামাতের ১৬ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে সফর শেষে গত বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জে ফেরার সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে বোঝা যাবে তারা কেউ করোনায় আক্রান্ত কি না।
Comments