পটুয়াখালীতে ২ চিকিৎসকসহ ২৫ জন কোয়ারেন্টিনে
পটুয়াখালীর দুমকিতে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহকারী দুই চিকিৎসকসহ ওই ব্যক্তির সংস্পর্শে আসা আরও ২৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসা এক গার্মেন্টসকর্মী (৩০) কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।
করোনা উপসর্গ থাকায় গত মঙ্গলবার ওই যুবকের নমুনা সংগ্রহ করতে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন ও স্বাস্থ্য সহকারী মো. জাহিদুল ইসলাম। তাদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের ৯ জনের নমুনা সংগ্রহ করে শনিবার করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী টিম ওই বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠায়। গোটা উপজেলা শুক্রবার থেকে লকডাউনে রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফেরীঘাট ও লঞ্চঘাটে পাহারা ও সড়কে টহল জোরদার করেছে।
Comments