নাফ নদী থেকে ৯০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ
টেকনাফে নাফ নদী থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
গতকাল শুক্রবার রাতে নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে নৌকাটি জব্দ করা হলেও ইয়াবা চোরাকারবারি কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল নাফ নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে একটি নৌকা নিয়ে কয়েকজন লোক বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এসময় চোরাকারবারিরা ইয়াবা ও নৌকা ফেলে পালিয়ে যায়।’
পরে, কোস্টগার্ড নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
টেকনাফ থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।
Comments