করোনায় বেসরকারি খাতের ক্ষতি জানতে আইসিসি-ডব্লিউএইচওর যৌথ জরিপ
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে বেসরকারি খাতের চ্যালেঞ্জে সম্পর্কে জানতে যৌথভাবে জরিপ করবে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গত বৃহস্পতিবার, আইসিসি বাংলাদেশের এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যে যে প্রভাব পড়েছে, তা মোকাবেলার উপায় খুঁজে বের করার লক্ষ্যে বেসরকারি খাতে জরিপ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আইসিসি ও ডব্লিউএইচও’র এ যৌথ জরিপের ফলে বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন খাতে কোভিড-১৯ সংক্রান্ত সঠিক তথ্যাদি প্রদান এবং বিশ্বব্যাপী ব্যবসায়ী সম্প্রদায়কে নির্ভরযোগ্য দিক-নির্দেশনা ও অর্থনৈতিক ও মানবিক নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার জন্য একটি কাঠামো দাঁড় করা হবে।
আইসিসির সেক্রেটারি জেনারেল জন ডব্লিউএইচ ডেন্টন বলেন, ‘সঠিক তথ্য প্রদান করে বেসরকারি খাত করোনার প্রভাব কমাতে পারবে এবং বৈশ্বিক অর্থনীতির সংকটগুলো মোকাবিলা করতে পারবে। স্থানীয় ব্যবসায়িক নেতাদের বিশ্বাসযোগ্য সূত্র হিসেবে ধরে নিয়ে তাদের কাছে তথ্য চাওয়া হচ্ছে। মহামারির কারণে তাদের দৈনিক কর্মকান্ড, সরবরাহ চেইন ও কর্মচারিদের উপর কী প্রভাব পড়েছে তা জানতে চাওয়া হচ্ছে।’
জরিপে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এর ফলে আমরা আমাদের সহকর্মী, গ্রাহক ও জনগোষ্ঠীকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারি।’
ভিডিওবার্তার মাধ্যমে জরিপে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. টেড্রস অ্যাডহানম গ্রেব্রেইয়েসুস । তিনি বলেন, ‘এই জরিপের মাধ্যমে আমরা ব্যবসায় মহামারির প্রভাব সম্পর্কে জানতে পারবো। জরিপটি আমাদের ও জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে কোথায় মনোযোগী হওয়া উচিত তা বুঝতে সহায়তা করবে। এ তথ্যগুলো কার্যকর ভূমিকা পালনে, জীবন বাঁচাতে ও অর্থনৈতিক ক্ষতি কমাতে সাহায্য করবে।’
আইসিসির ওয়েবসাইটে জরিপের ফরমটি পাওয়া যাচ্ছে। কয়েক মিনিট সময়ের মধ্যেই ফরমটি পূরণ করা যাবে। প্রযুক্তিগত সহায়তা ও অনলাইন জরিপ বিশ্লেষণের কাজে আইসিসিকে সহায়তা করছে মেডালিয়া নামের একটি প্রতিষ্ঠান।
Comments