গাজীপুর ও ঠাকুরগাঁও লকডাউন
গাজীপুর ও ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই দুই জেলা লকডাউন থাকবে।
আজ গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম গাজীপুর জেলাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন।
তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে ১১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলাকে লকডাউন করা হলো।
তবে, জরুরি সেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ, সংগ্রহ, উৎপাদন ও পরিবহন ইত্যাদি লকডাউনের আওতার বাইরে থাকবে। জনস্বার্থে এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম এক গণবিজ্ঞপ্তিতে জানান, আজ থেকে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এই জেলায় প্রবেশ করতে ও বের হতে পারবে না।
তবে, জরুরি সেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
Comments