আ. লীগ নেতার বাড়িতে ওএমএস’র ১৬৮ বস্তা চাল, আটক ২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আওয়ামী লীগ নেতা মো. আনিসুর রহমানের (৫০) বাড়ি ও গুদাম থেকে ওএমএস’র ১৬৮ বস্তা চাল উদ্ধার করেছে র‌্যাব। আজ রবিবার র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী এ তথ্য জানিয়েছেন।
arrest_logo-1_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আওয়ামী লীগ নেতা মো. আনিসুর রহমানের (৫০) বাড়ি ও গুদাম থেকে ওএমএস’র ১৬৮ বস্তা চাল উদ্ধার করেছে র‌্যাব। আজ রবিবার র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী এ তথ্য জানিয়েছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আনিসুর রহমান নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল অবৈধভাবে কিনে তার বাড়ি ও গুদামে মজুদ করেছেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজির ১৬৮ বস্তায় মোট ৮ হাজার ৪ শ কেজি চাল উদ্ধার করা হয়েছে।’

‘এ ঘটনায় আনিসুর রহমান ও তার সহযোগী নন্দীগ্রাম উপজেলার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনসারকে (৪২) আটক করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে অভিযান শুরু হয়, শেষ হয় রাত ১২টার দিকে। আনিসুর রহমানের বাড়িতে ৫৮ বস্তা চাল পাওয়া যায়। বাকি ১১০ বস্তা চাল ছিল সিমলা বাজারে তার মালিকানাধীন একটি পরিত্যক্ত গুদামে’— বলেন মো. রওশন আলী।

তিনি আরও বলেন, ‘মিলন সরদার নামে এক ডিলারের কাছ থেকে আনিসুর রহমান চাল কিনেছিলেন। তাকে সাহায্য করেন আনসার। আমরা আনিসুর রহমানের সহযোগী মো. আনসার আলীকে আটক করেছি। মিলন সরদারকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’

আরও পড়ুন:

বগুড়ায় ৫১০০ কেজি চাল জব্দ, একজন আটক

Comments

The Daily Star  | English

Trade, commerce resume with Bangladesh: New Delhi

Indian High Commissioner to Bangladesh Pranay Verma made the statement when he called on Chief Adviser Professor Muhammad Yunus

19m ago