জনসমাগম করে সভা, ইউপি চেয়ারম্যানকে জরিমানা

জনসমাগম করে মাদকবিরোধী সভা করায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মুকুলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার উপজেলার নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
ছবি: সংগৃহীত

জনসমাগম করে মাদকবিরোধী সভা করায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মুকুলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার উপজেলার নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

গতকাল রাতে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন। আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দ্য ডেইলি স্টারসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমার নজরে আসে। সরকারের নির্দেশনা না মানায়  সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জরিমানা করা হয়েছে।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। এর মধ্যে গত শুক্রবার বিকালে সালন্দর ইউনিয়ন পরিষদ চত্বরে মাদকবিরোধী সভার আয়োজন করেন মাহবুব আলম মুকুল। এতে শতাধিক মানুষ অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন:

জনসমাগম করে ইউপি চেয়ারম্যানের মাদকবিরোধী সভা

Comments