সামাজিক দূরত্ব না মানায় ৬১ জনকে জরিমানা
ঠাকুরগাঁওয়ে সামাজিক দূরত্ব না মানায় ৬১ জনকে এক লাখ ২৯ হাজার ৬ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার সকালে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম এ তথ্য জানিয়েছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অপ্রয়োজনে যেন কেউ বাইরে না বের হন এবং বের হলেও যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন— আমরা সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছি। নির্বাহী ম্যাজিস্টেটদের নেতৃত্বে ১৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
Comments