লক্ষ্মীপুর লকডাউন
করোনাভাইরাস সতর্কতায় আগামীকাল সকাল থেকে লক্ষ্মীপুর জেলাকে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল লক্ষ্মীপুরে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউনের এই আদেশ আগামীকাল সকাল ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা থেকে কেউ বের হতে বা অন্য জেলা থেকে কেউ ঢুকতে পারবেন না।
এসময় গণপরিবহন এবং জনসমাগম পুরোপুরি বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, খাবার ও ওষুধের দোকান লকডাউনের আওতার বাইরে থাকবে।
Comments