গাজীপুরের সিভিল সার্জনসহ ১৫০ জন হোম কোয়ারেন্টিনে
গাজীপুরে পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান ও তার অফিসের ১২ কর্মকর্তা-কর্মচারীসহ ১৫০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ওই পাঁচজনের মধ্যে সিভিল সার্জন অফিসের নাইটগার্ডও আছেন।
আজ রবিবার ভোরে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় বলে সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল গাজীপুর সিটি কর্পোরেশনের চারজন ও কাপাসিয়ার উপজেলার এক ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস পজিটিভ আসে। ওই পাঁচজনের মধ্যে তার অফিসের নাইটগার্ডও আছেন। এজন্য তিনি ও তার অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৫০ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। নাইটগার্ডকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, শনিবার পর্যন্ত গাজীপুরে ২ হাজার ৯৪৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে দুই হাজার ৫৮৩ জন নির্দিষ্ট সময়ের পর কোয়ারেন্টিন ছেড়ে চলে গেছেন। এ পর্যন্ত ৩০১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
Comments