যশোরে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

যশোরের মণিরামপুরে এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই স্বাস্থ্যকর্মী যাদের সংস্পর্শে গিয়েছেন তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তার বাড়ি লকডাউন করা হবে।
মণিরামপুর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আনিসুজ্জামান জানান, মণিরামপুর হাসপাতাল থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে খুলনায় পাঠানো হয়েছে। তারমধ্যে এক স্বাস্থ্যকর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি অভিযোগ করে বলেন,‘ হাসপাতালে পিপিই এবং এন-৯৫ মাস্ক সরবরাহ রয়েছে। আমরা দুইজন ল্যাবে নমুনা সংগ্রহের কাজ করি। কিন্তু আমাদের মাত্র একটি পিপিই দেওয়া হয়েছে। এছাড়া কোনো এন-৯৫ মাস্ক দেওয়া হয়নি।’
জানতে চাওয়া হলে, অভিযোগ অস্বীকার করেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ।
তিনি জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে সিভিল সার্জন অফিসে পাঠানো হচ্ছে। সেখানে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হবে।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর জেলায় মোট ১০১ জনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছে। তার মধ্যে ৩২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে এবং মৌখিকভাবে খুলনা থেকে জানানো হয়েছে একজন আক্রান্ত হয়েছেন।
Comments