পটুয়াখালীতে করোনায় মৃত যুবকের বোন করোনা আক্রান্ত
পটুয়াখালীর দুমকিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবকের বোনের করোনা শনাক্ত হয়েছে। রোববার দুপুরে আইইডিসিআর এর বরাত দিয়ে এ তথ্য জানান পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কহিদুল হাসান শাহিন জানান, নারায়ণগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় এসে গত বৃহস্পতিবার মারা যান ওই যুবক। এরপরই ওই যুবকের পরিবারের ৯ জনসহ ১৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। আজ আইইডিসিআর এর পরীক্ষার ফলে যুবকের বোনের নমুনায় করোনা শনাক্ত হয়।
ওই যুবকের মৃত্যুর পর শুক্রবার থেকে দুমকি উপজেলা লকডাউন রয়েছে।
Comments