চট্টগ্রামে করোনা আক্রান্ত ৬ বছর বয়সী শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাসে আক্রান্ত ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোররাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
শিশুটির বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামে। স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল শনাক্ত করোনা আক্রান্ত ছয় জনের মধ্যে এই শিশু একজন। গত তিন দিন ধরে সে জ্বর ও ডায়রিয়ায় ভুগছিল। আজ রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।’
আরও পড়ুন:
লোকবল সংকটে হিমশিম খাচ্ছে বিআইটিআইডি
Comments