১০ দিন কাজ করলে ১ মাসের বেতন
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির সময় সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে ১০ কার্যদিবস ব্যাংকে উপস্থিত থেকে কাজ করলে পুরো মাসের বেতন দেওয়ার কথা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রোববার মহাব্যবস্থাপক মো. মকবুল হোসেনের সই করা কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ ছুটি চলাকালে তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কমপক্ষে ১০ কার্যদিবস স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পুরো মাস হিসেবে গণ্য করা হবে।
তবে ১০ কার্যদিবসের কম সময় স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে সে ক্ষেত্রে আনুপাতিক হারে সেই ভাতা দেওয়া হবে।
ব্যাংকের স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এই সুবিধা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাধারণ ছুটি শুরু হওয়ার তারিখ থেকে মাস গণনা শুরু হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতি ৩০ দিন পর আবার নতুন মাস গণনা শুরু হবে।
এই নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদকাল পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Comments