আ. লীগ নেতার দোকান থেকে ওএমএসের ১৫৮ বস্তা চাল জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক আওয়ামী লীগের নেতার দোকানে অভিযান চালিয়ে ওএমএসের ১৫৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। আজ সোমবার ভোররাতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ার্ড মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল হোসেনের দোকান থেকে ওএমএসের ১৫৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।’
Comments