বেতনের টাকায় দুস্থদের খাদ্যসামগ্রী দিলেন চিকিৎসক
বেতনের টাকায় কর্মহীন ও দুস্থদের খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন ডা. লুৎফর রহমান। এছাড়াও অসুস্থ মানুষকে ওষুধ ও চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি। একইসঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গ্রামবাসীতে সচেতন করে তুলছেন।
আজ সোমবার ৪২ জন দুস্থের মাঝে চাল, ডাল, তেল, লবণ বিতরণ করেন ডা. লুৎফর রহমান।
এ সময় তিনি গ্রামের মানুষের স্বাস্থ্যের খবর নেন। তাদের মাঝে সাধারণ রোগের ওষুধও বিতরণ করেন।
তিনি বলেন, ‘এই দুর্যোগের সময়ে সবাইকে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। কেবল সরকারের উপর ভরসা করলে হবে না। সামাজিক দায়বদ্ধতা থেকেই সবাইকে মিলে কাজ করতে হবে।’
ডা. লুৎফর রহমান বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি একই জেলার সাটুরিয়ার সাহেব পাড়ায়।
Comments