সংঘর্ষে পা কেটে ‘জয় বাংলা’ শ্লোগানে মিছিল

প্রধান ২ অভিযুক্তসহ আটক ৪২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির পা কেটে নিয়ে ‘জয় বাংলা’ শ্লোগানে মিছিল করার ঘটনায় উভয়দলের মূল অভিযুক্তসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ।
arrest_logo-1_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির পা কেটে নিয়ে ‘জয় বাংলা’ শ্লোগানে মিছিল করার ঘটনায় উভয়দলের মূল অভিযুক্তসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের মধ্যে সংঘর্ষের ‘প্রধান দুই অভিযুক্ত’ কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও থানাকান্দি গ্রামের সর্দার আবু কাউসার মোল্লাও রয়েছেন।

আবু কাউসার মোল্লাকে গতকাল রাতে জেলার আশুগঞ্জ উপজেলার বায়েক এলাকা এবং জিল্লুর রহমানকে আজ সোমবার ভোরে ঢাকার কলাবাগান এলাকা থেকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, গতকাল সকালে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও থানাকান্দি গ্রামের বাসিন্দা কাউসার মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

থেমে থেমে চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।

সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে মোবারক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির পা কেটে নিয়ে ‘জয়বাংলা’ শ্লোগানে আনন্দ মিছিল করে প্রতিপক্ষের লোকেরা।

এছাড়া, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাসায় আগুন, হামলা-ভাংচুর ও লুটপাট করা হয়।

আরও পড়ুন:

সংঘর্ষে পা কেটে ‘জয় বাংলা’ শ্লোগানে মিছিল!

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

6h ago