সাভার ও নেত্রকোনা লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাভার উপজেলা ও নেত্রকোনা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার নেত্রকোনার জেলা প্রশাসক মো. মঈনুল ইসলাম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
নেত্রকোনার জেলা প্রশাসক মো. মঈনুল ইসলাম জানান, লকডাউন চলাকালীন জরুরি সেবা ছাড়া অন্য কোনো প্রয়োজনে জেলার ভেতরে কোনো যানবাহন চলতে পারবে না। নেত্রকোনা থেকে কেউ অন্য জেলায় বা অন্য জেলা থেকে কেউ নেত্রকোনায় ঢুকতে পারবে না। সন্ধ্যা ৬টার পর জনসাধারণকে ঘরে থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আজ থেকে সাভারের কোনো বাসিন্দা বাইরে যেতে পারবে না ও পাশের জেলা ও উপজেলা থেকেও কেউ সাভারে ঢুকতে পারবে না।
সাভার উপজেলা প্রশাসন সূত্র জানায়, রাজধানীসহ সাভারের আশপাশের উপজেলা ও জেলায় লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এসব জেলা ও উপজেলার মানুষ সাভারের ওপর দিয়ে যাতায়াত করছেন। এতে তাদের সংস্পর্শে সাভারের লোকজনও ঝুঁকিতে পড়ছেন। এ কারণে সাভার হয়ে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীসংলগ্ন সাভারের আমিনবাজারসহ সাভারের প্রবেশপথে পুলিশের পাহারা বসানো হয়েছে বলেও উপজেলা প্রশাসন জানায়।
তবে, পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবার অন্যান্য পরিবহন লকডাউনের বাইরে থাকবে।
Comments