বিনামূল্যে ইন্টারনেট সেবা দাবি মোবাইলফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের
মোবাইল ফোন অপারেটরগুলো যাতে বিনামূল্যে ইনটারনেট সেবা দিতে পারে সেজন্য সরকারকে বিনামূল্যে তরঙ্গ বরাদ্দের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
আজ সোমবার এ সংক্রান্ত একটি বিবৃতিতে তারা এই আহ্বান জানায়।
এতে বলা হয়, করোনাভাইরাস সংকটের সময় বিশ্বের অনেক দেশই নাগরিকদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিত করেছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, সরকার এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে এবং অপারেটরগুলোকে বিনামূল্যে তরঙ্গ বরাদ্দ দিতে পারে। যাতে করে গ্রাহককে ঘরে থাকতে তারা বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে পারে।
তিনি বলেন, গত ২৫ মার্চ সাধারণ ছুটি শুরু হওয়ার পর থেকে মানুষজন করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকছেন। অনেকে বাসা থেকেই অফিসের কাজ করছেন। অনেকে অন্যান্য প্রয়োজনেও ইন্টারনেট ব্যবহার করছেন।
মহিউদ্দিন আহমেদ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে ভয়েস কল ২০ শতাংশ কমে গেছে, কিন্তু ইন্টারনেটের ব্যবহার বেড়েছে ২৫ শতাংশ।
মানুষের ঘরে থাকা নিশ্চিতে সরকার বিনামূল্যে তরঙ্গ বরাদ্দের বিষয়টি বিবেচনা করতে পারে বলে জানান তিনি।
Comments