সামাজিক দূরত্ব মেনে পোশাক শ্রমিকের বেতন প্রদান
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে শিল্প পুলিশের সহযোগিতায় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পোশাক শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।
শিল্প পুলিশের দেওয়া তথ্য মতে, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পোশাক কারখানা আছে ১ হাজার ৩৫৬ টি। এর মধ্যে এখন পর্যন্ত ৪৬৭ টি পোশাক কারখানা শ্রমিকদের বেতন দিয়েছে।
ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পোশাক শ্রমিকদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা কাজ করছি। শিল্প পুলিশের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের বেতন প্রদান করা হচ্ছে। আমরা এ অঞ্চলের পোশাক শ্রমিকদের মাঝে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছি।’
বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘শিল্প পুলিশের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আর সরকারের বেধে দেয়া নির্ধারিত তারিখের মধ্যে সবাই শ্রমিকদের বেতন দেবেন বলে আমি আশাবাদী।’
Comments